যেমন ধরুন, আপনি দেশের জন্য শহীদ হলেন। কিন্তু কেউ জানলো না। আপনার এই শাহাদাতের কোন দাম নেই মানুষের কাছে। অথবা মুক্তিসংগ্রাম করে মৃত্যু বরণ করলেন আপনি। কিন্তু মৃত্যুটা বীরোচিত হলোনা। অর্থাৎ আপনি কোন বিমান বা হ্যালিকপ্টার নিয়ে শত্রুর ঘাঁটি থেকে উড্ডয়ন করা মাত্র আপনার বিমানকে ভূপাতিত করলোনা শত্রুপক্ষ। জনগণ এই শাহাদাতকেও তেমন একটা পাত্তা দেবেনা। বীরশ্রেষ্ঠের মর্যাদা দেবেনা। তবে আপনি যদি এক্সট্রা অর্ডিনারীলি মৃত্যু বরণ করেন, যেমন বিমান নিয়ে আকাশে উড়ে বা এ জাতীয় ভিন্ন কিছু করে এবং সেইসাথে ভাগ্যক্রমে যদি মিডিয়া কাভারেজও থাকে, তাহলে গোটা দুনিয়া আপনার এই আত্মত্যাগকে এক বিরল উদাহরণ হিসেবে গ্রহণ করবে। আপনার মৃত্যু নিয়ে টক শো হবে। মিছিল হবে। মিটিং হবে। আপনার গ্রাফিতি আঁকা হবে। আপনার নামে রাস্তার নামকরণ হবে। মোড়ে মোড়ে আপনার ভাষ্কর্য তৈরি হবে। আপনাকে বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হবে। আপনি বহুদিন মানুষের কাছে স্মরণীয়, বরণীয় হয়ে থাকবেন। যদিও দেশ ও দশের জন্য আত্মত্যাগে এই ধরণের পার্সেপশান মোটেই কাম্য নয়। যুদ্ধে কেউ সাধারণভাবে মৃত্যু বরণ করুক বা অসাধারণভাবে করুক, মৃত্যু মৃত্যুই। যিনি সাদামাটাভাবে মৃত্যু বরণ করেছেন, তার আত্মত্যাগ যেমন, তেমনি যিনি আড়ম্বরপূর্ণভাবে প্রাণত্যাগ করেছেন তার আত্মত্যাগও পূর্বের জনের ন্যায় সমান। একটুও বেশি নয়। সুতরাং দেশের জন্য আকাতরে জীবনদানকারী কাউকে বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া অথবা তাকে বেশি মূল্যায়িত করা, আর কাউকে শুধু শহীদ ঘোষণা করে পার্থক্য তৈরি করা সম্পূর্ণ অনৈতিক এবং সকল শহীদের প্রতি চরম বৈষম্য ও অমর্যাদার শামিল। পাশাপাশি শহীদগণকে স্মরণ করতে গিয়ে কেবল খ্যাতিমান এক দুই জনের নাম উল্লেখ করে বাকীদেরক 'সকল শহীদ' এর কাতারে ঠেলে দেওয়া একদমই উচিত নয়। স্মরণ করতে হলে প্রত্যেকের নাম আলাদা আলাদা করে উচ্চারণ করা উচিত। তারা প্রত্যেকেই স্বকীয়, বীরত্বে এবং শাহাদাতে। একইভাবে কেবল এক দুইজন শহীদের পরিবারের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানানো এবং দু'একজনের কবর জিয়ারত করাও যথাক্রমে বৈষম্য, গতানুগতিকতা ও লৌকিকতার পরিচায়ক। খোঁজখবর নিতে হলে সকল শহীদ পরিবারের নিতে হবে। জিয়ারত করতে হলে সবারই কবর জিয়ারত করা উচিত। অথবা দল উপদলে বিভক্ত হয়ে এক এক দল এক এক শহীদের বাড়ীতে যেতে পারেন। কবর জেয়ারত করতে পারেন। আর যারা যেতে পারবেন না, আসুন আমরা সবাই মিলে দেশ রক্ষার সংগ্রামে শহীদ সকল ভাই-বোনের জন্য মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি, তাঁরা পরকালে ভালো থাকুন। সর্বোত্তম প্রতিদান লাভ করুন! আমীন!!
© Mahtab Farahi. All Rights Reserved. Designed by Mahtab Farahi