সম্প্রতি বি-বাড়িয়া জেলা সদরস্থ কাউতলীর এক রেস্তোরাঁয় দেশের ই-কমার্স সেনসেশন নগদহাট বাংলাদেশ লি: এর আয়োজনে এক উদ্যোক্তা মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে অংশগ্রহণ করেন নগদহাট বাংলাদেশ লি: এর ডিরেক্টর এডমিন মি: মাহতাব ফারাহী। উপস্থিত উদ্যোক্তাদের উদ্দেশ্যে বক্তৃতাকালে মি: ফারাহী বলেন, সব ধরণের ব্যবসা প্রতিষ্ঠানকে অবশ্যই প্রযুক্তির আওতায় চলে আসতে হবে। অন্যথা একবিংশ শতাব্দীর ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবেলা করে ব্যবসা টিকিয়ে রাখা বা সফল হওয়া প্রায় অসম্ভব ব্যাপার।
© Mahtab Farahi. All Rights Reserved. Designed by Mahtab Farahi