ই-কমার্স কোম্পানি নগদ হাট বাংলাদেশ লিমিটেডের অন্যতম প্রমিসিং সেলস টিম সিনথিয়া বিডির উদ্যোগে ঈদ পুনর্মিলন সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
নগদহাট বাংলাদেশ লিমিটেডের ন্যাশনাল সেলস ম্যানেজার ও সিনথিয়া বিডির পরিচালক মোঃ সাইফুল ইসলাম আকন্দের সভাপতিত্বে এবং কোম্পানির এএসএম মাহদি মল্লিকের সঞ্চালনায় উক্ত প্রোগ্রামে কী নোট স্পিকার হিসেবে মূল বক্তব্য উপস্থাপন শেষে সংশ্লিষ্ট টিমের নতুন সিনিয়র এক্সিকিউটিভ এবং এরিয়া ম্যানেজারদের হাতে ক্রেস্ট প্রদান করেন কোম্পানির পরিচালক মার্কেটিং মাহতাব ফারাহী।
© Mahtab Farahi. All Rights Reserved. Designed by Mahtab Farahi