MAHTAB FARAHI

Author, Journalist, Life Coach, Professional Anchor & Motivational Speaker

Activities

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে উত্তরায় মানববন্ধন অনুষ্ঠিত

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে উত্তরায় মানববন্ধন অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা পূর্ব থানার সংলগ্ন এলাকায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে এক মানববন্ধনের আয়োজন করা হয়। শনিবার বিকেলে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উত্তরায় বসবাসরত বিভিন্ন গণমাধ্যমের শতাধিক সাংবাদিক অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি দক্ষিণখান এলাকায় চোরাই পণ্য ও মাদকচক্রের গোপন তথ্য অনুসন্ধান করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হন চ্যানেল এস-এর জনভোগান্তি ও অনুসন্ধান মুলক অনুষ্ঠান 'কে শুনে কার কথা'-এর সাংবাদিকরা। হামলায় গুরুতর আহত হন তরিক শিবলী, শান্ত মাহমুদ ও রাব্বি নূর। এছাড়া স্থানীয় তথ্যদাতা মিজানুর রহমান ও শাকিল আল ফারুকীও হামলায় আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
বক্তারা অভিযোগ করেন, হামলাকারীরা চ্যানেল এস-এর ক্যামেরা, সরঞ্জাম ভাঙচুর করে এবং ভিডিও ফুটেজসহ ক্যামেরার মেমোরি কার্ড ছিনিয়ে নেয়, যাতে মাদকের লেনদেন ও চোরাই পণ্যের প্রমাণ ছিল। এতে প্রায় দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়।
উত্তরা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক ও 

চ্যানেল এস এর সিনিয়র রিপোর্টার মাহতাব ফারাহী বলেন, সাংবাদিকদের বলা হয় রাষ্ট্রের চতুর্থস্তম্ভ। একটি রাষ্ট্রের চারটি খুঁটির একটি যদি অচল হয়ে যায় তথা সাংবাদিকরা যদি লেখালেখি বন্ধ করে দেয় তাহলে আইনশৃংখলা বাহিনী অপরাধ ও অপরাধীদের খবরই পাবেনা। অপরাধীরা বেশিরভাগ ক্ষেত্রেই ধরাছোঁয়ার বাইরে থেকে অপরাধ করে যাবে। এভাবে দেশ এক অরাজক পরিস্থিতিতে নিপতিত হবে।

স্থানীয় সাংবাদিক আশরাফ আলী বলেন, “এই হামলা শুধু সাংবাদিকদের ওপর নয়, গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।” 

 ফরিদ আহমেদ নয়ন  (এশিয়ান টিভি) বলেন, “সাংবাদিকদের উপর বারবার হামলার ঘটনা ঘটছে। গত এক মাসেই দেশে ২২ জন সাংবাদিক হামলার শিকার হয়েছেন। এই বিচারহীনতা বন্ধ না হলে আমরা কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হব।”

 মাসুদ পারভেজ( দৈনিক ইনকিলাব ও নাগরিক  টেলিভিশন) বলেন, “চ্যানেল এস-এর ওপর হামলাকারীরা চিহ্নিত হলেও এখনো ধরা পড়েনি। তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে—পুলিশের ভূমিকা নিয়ে তাই প্রশ্ন উঠছে।”

বক্তারা অভিযোগ করেন, উত্তরায় কিছু স্বঘোষিত সাংবাদিক একটি ক্লাব গড়ে তুলেছেন, যারা অসাধু ব্যবসায়ী ও অপরাধচক্রের সঙ্গে আঁতাতে জড়িত। তাদের কারণে এলাকায় অপরাধের মাত্রা দিন দিন বাড়ছে। বক্তারা অবিলম্বে ‘অপসংবাদিকতা’ বন্ধ এবং প্রকৃত সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার দাবি জানান।
 আরো উপস্থিত ছিলেন, প্রাণের বাংলাদেশের সম্পাদক আব্দুল্লাহ আল মামুন , কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাকারিয়া আল মামুন, বি এম মাসিক হাসান সহ প্রায় শতাধিক টেলিভিশন ও পত্রিকা সাংবাদিকগণ।

উল্লেখ্য, দক্ষিণখান থানায় এ বিষয়ে একটি মামলা দায়ের হলেও ১জন হামলাকারী ছাড়া এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। সাংবাদিক নেতারা বলেন, “অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেও মাঠ পর্যায়ে সাংবাদিকরা এখনো চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে গণমাধ্যমের স্বাধীনতা প্রশ্নের মুখে পড়বে।

Related Activities

16

Apr
সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে উত্তরায় মানববন্ধন অনুষ্ঠিত
Read More

16

Apr
প্রমিসিং সেলস টিম সিনথিয়া বিডির উদ্যোগে ঈদ পুনর্মিলন সেলিব্রেশন প্রোগ্রাম...
Read More

18

Aug
স্কুলে ফিরছে শিশুরা, কীভাবে তাদের ট্রমা কাটবে
Read More

25

May
নগদহাটের উদ্যোগে বি-বাড়িয়ায় উদ্যোক্তা মিলন মেলা অনুষ্ঠিত
Read More

13

May
আপনি যা বিশ্বাস করেন, বাস্তবে আপনি তা-ই হয়ে উঠেন-মাহতাব ফারাহী
Read More
Download CV
Play Video

© Mahtab Farahi. All Rights Reserved. Designed by Mahtab Farahi